Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১৩:৫২

ঢাকা: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে এ বৈঠক শুরু হয়েছে।

সফররত ছয় সদস্যের প্রতিনিধিদলটিতে রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ এন্ডারফার্থ, সাবেক ডেপুটি ইউএসএআইডি প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এনডিআই এশিয়া প্যাসেফিক বিষয়ক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআইয়ের এশিয়া প্যাসেফিক ডিভিশনের সিনিয়র ডিরেক্টর জোহারা কাও। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নিয়েছেন একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও জন নিরাপত্তা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর পরে বেলা আড়াইটায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে।

প্রতিনিধি দলটি গত শনিবার ঢাকায় পৌঁছায়। দলটি আগামীকাল ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। তারা ইতোমধ্যে আওয়ামী লীগ ও  বিএনপিসসহ কয়েকটি রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করেছে।

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর