Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচন করতে সরকারের প্রস্তুতি জানতে চায় মার্কিন দল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১৬:০২

আসাদুজ্জামান খান কামাল, ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সহিংসতামুক্তভাবে অনুষ্ঠিত করতে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে সফররত মার্কিন পর্যবেক্ষক দল। একইসঙ্গে যদি কোনো প্রার্থী অনিরাপদ মনে করেন, তাহলে তার নিরাপত্তার জন্য কি উদ্যোগ থাকবে সে বিষয়েও জানতে চেয়েছেন তারা।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সফররত প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে এসব জানতে চান মার্কিন দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মার্কিন পর্যবেক্ষক দলের বেশিরভাগ রাজনীতিক, সাবেক রাজনীতিক ও অন্যান্য পেশার প্রতিনিধি রয়েছেন। তাদের উদ্দেশ্য আমাদের আগামী নির্বাচন কেমন হবে, সে প্রস্তুতি সম্পর্কে জানা। তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে কি না, তা জানতে চেয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, নানা ঘটনা দেখেছি। বঙ্গবন্ধুর হত্যা দেখেছি। ইতোপূর্বে অনেক সহিংসতা ফেইস করে এসেছি। এক সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সহিংসতা হতো, এখন সহিংসতা মুক্ত পরিবেশ বিরাজ করছে। দেশের মানুষ এখন মারামারি পছন্দ করে না। এখানকার মানুষ ভ্রাত্যপ্রিয়। সব ধরনের বিশৃঙ্খলা বন্ধে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী রয়েছে। নির্বাচন ফেইস করার তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন এখন পর্যন্ত ৫ হাজার ৩০০টি নির্বাচন করেছে। সেখানে ইসির অধীনে থেকে সেসব নির্বাচনে সহযোগিতা করেছে বিভিন্ন বাহিনী। আমাদের বিশাল আনসার বাহিনী রয়েছে। তারাই নির্বাচনে মূল ভূমিকা পালন করবে। প্রায় ছয় লাখ আনসার সদস্য রয়েছেন। তারা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে। যদি আর্মির সহযোগিতা লাগে তাহলে তা নিতে পারবেন তারা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হতো, এবার তা হবে না। কারণ, এখন এই উপমহাদেশে মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপভোগ করে। ফেয়ার এবং ফ্রি ইলেকশন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রীর। এমন নির্বাচন করতে বঙ্গবন্ধু জীবন পর্যন্ত দিয়ে গেছেন।’

সরকারের সব প্রক্রিয়া স্বচ্ছ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘তিন হাজারের ওপরে প্রিন্ট মিডিয়া রয়েছে, সোস্যাল মিডিয়া রয়েছে। সেখানে ভোট কারচুপির সুযোগ নেই। সে ধরনের মনোবৃত্তি আমাদের নেই। এবার নির্বাচনে বেশ কয়েকটি কন্ট্রোলরুম থাকবে। ৯৯৯ রয়েছে।’

কোনো প্রার্থী যদি নিরাপত্তাহীনতা ফিল করেন তাহলে কি করবেন?— এ প্রশ্নে বলেছি, ‘আমাদের নিরাপত্তা বাহিনী রয়েছে। তারা প্রশিক্ষিত। আগে সংঘাত হতো, এখন এসব হয় না। আমরা বলেছি, সবার নজর এখন ইসির দিকে। কারণ তফসিল ঘোষণার পর সব কিছু ইসির তত্ত্বাধায়নে চলে যাবে।’

বিএনপি নির্বাচনে আসবে না বলছে, সেখানে সহিংসতামুক্ত নির্বাচন কীভাবে আশা করা যায়?— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বদল করতে হলে নির্বাচনে আসতে হবে। এছাড়া উপায় নেই। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।’ সংলাপ প্রসঙ্গে বলেন, ‘সংবিধানের বাইরে যাওয়ার আমাদের উপায় নেই, সেটা ফখরুল সাহেবও জানেন।’

সফররত ছয় সদস্যের প্রতিনিধিদলটিতে রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ এন্ডারফার্থ, সাবেক ডেপুটি ইউএসএআইডি প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এনডিআই এশিয়া প্যাসেফিক বিষয়ক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআইয়ের এশিয়া প্যাসেফিক ডিভিশনের সিনিয়র ডিরেক্টর জোহারা কাও।

বৈঠকে মার্কিন দলটির পক্ষে নেতৃত্ব দেন মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ। প্রতিনিধি দলটি গত শনিবার ঢাকায় পৌঁছায়। দলটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। এর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলসহ নানা ধরনের সংগঠনের সঙ্গেও বৈঠক করেছেন তারা।

সারাবাংলা/জেআর/এনএস

আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর