Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার কাছে আইওআরএ চেয়ারশিপ হস্তান্তর করল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২০:৩১

ঢাকা: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২৩তম মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) শ্রীলংকার রাজধানী কলম্বোতে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলংকার কাছে চেয়ারশিপ হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ২০২৩-২০২৫ পর্যন্ত দুই বছর অ্যাসোসিয়েশনের নতুন চেয়ার শ্রীলংকা এবং ভাইস-চেয়ার ভারতকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ২০২১ সালে ২৩ জাতির এই জোটের চেয়ার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। আগামী দুই বছর বাংলাদেশ এই জোটে পাস্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।

সভায় ভারত মহাসাগরকে ‘আশার বাতিঘর’ হিসেবে উল্লেখ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মহাসাগরে একটি নিরাপদ পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা জরুরি।

২৩ সদস্যবিশিষ্ট জোটটির লক্ষ্যের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একটি আন্তঃআইওআরএ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের তাগিদ দেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য একটি সম্মিলিত কাঠামো গড়ে তোলার উপরও জোর দেন।

আইওআরএ এই অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য একটি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সভা শেষে বিকেলে শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চলমান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) আলোচনা, ব্যবসা ও বিনিয়োগ, ওষুধ, পর্যটন, শিপিং এবং বিমান যোগাযোগের উপর বিশেষ জোর দেন।

উল্লেখ্য, আগের রাতে পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দেওয়া ভোজসভায় যোগ দিয়েছিলেন। মন্ত্রী পর্যায়ের সভার আগে ৯-১০ অক্টোবর আইওআরএ-এর জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের (এমএইউ) সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

সারাবাংলা/আইই/এনইউ

আইওআরএ চেয়ারশিপ বাংলাদেশ শ্রীলংকা হস্তান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর