ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে মিশুক’র ধাক্কায় ওসমান গনি নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বড় বোন হুমায়রা আক্তার লামহা (৬) আহত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় বাসার সামনে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে ওসমান গনিকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর বাবা জীবন আহমেদ শাকিল জানান, কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় তাদের নিজেদের বাড়ি। রাতে দুই সন্তান নিয়ে মা লালন আক্তার বাসার সামনের দোকানে যায় সন্তানদের জন্য চিপস কিনতে। এ সময় মায়ের কোলে ছিল ওসমান গনি। হঠাৎ দ্রুত গতির একটি মিশুক তাদের তিন জনকে ধাক্কা দেয়। এতে তিন জনই রাস্তায় পড়ে যায়।
তিনি আরও জানান, মিশুক’র ধাক্কায় পড়ে গেলে শিশু ওসমান মাথায় গুরুতর আঘাত পায়। এ ছাড়া লামহার হাতে আঘাত লাগে। তখন শিশু দুটিকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জর (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে দুটি শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশু ওসমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া লামহার ডান হাতে হালকা আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।