Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত অবমাননার দায়ে বিচারকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৪:৪৯

ঢাকা: আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ৫৬১ (এ) ধারার ওই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে সেই আদেশের কপি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার কাছে যায়। তিনি হাইকোর্টের আদেশ অমান্য করে বিচারকাজ চালিয়ে যান। এই আদেশ অমান্য করার কারণে তাকে সাজা দেওয়া হয়েছে।

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আদালত অবমাননা বিচারকের কারাদণ্ড

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর