Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৬:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। পরে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে এই মিছিল শুরু করে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মোমিনুল হাসান সারাবাংলাকে বলেন, ‘সকালে শিবির মিছিল বের করে। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা মিছিল করে। পরে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়।’

সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসসহ সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/পিটিএম