Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে বুনো হাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৭:৩১

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মতিপাড়া কাঠালতলী এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারিনি।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। হাতিটির বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।

রেঞ্জ অফিসার জাহিদুল জানান, এ বিষয়ে বন বিভাগ চন্দ্রঘোনা থানায় জিডি করবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে।

এর আগে, ২০১৫ সালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইটি বুনো হাতির মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর