Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ২০:৩১

দিনাজপুর: ফেইজ পরিবর্তনের জন্য বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর দেশের একমাত্র উৎপাদনশীল পাবর্তীপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়।

জানা যায়, চলতি বছরের ২৯ আগস্ট বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনশীল ১১১৩ নম্বর ফেইজের কয়লার মজুত শেষ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। মজুদ শেষ হওয়ার পর ১১১৩ নম্বর ফেইজ থেকে যন্ত্রপাতি ১৪১২ নম্বর ফেইজে স্থানান্তরিত করতে ১ মাস ১২ দিন লেগে যায়। অবশেষে বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর বৃহস্পতিবার দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু হলো।

বিজ্ঞাপন

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ‘দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। একটি ফেইজের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেইজে নিতে স্বাভাবিকভাবে ৪০-৪৫ দিন সময় লেগে যায়।’

তিনি আরও বলেন, ‘ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়েরও প্রয়োজন হয়। সব মিলিয়ে পুনরায় উৎপাদনে যেতে দু’মাস সময় লাগে। কিন্তু এবার আমাদের সকলের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগে মাত্র ১ মাস ১৩ দিনের মাথায় উৎপাদন শুরু করতে পেরেছি।’

উল্লেখ্য, নতুন ফেইজে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ।

সারাবাংলা/পিটিএম

কয়লাখনি বড়পুকুরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর