রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
১৬ মে ২০১৮ ১৫:৩০ | আপডেট: ১৬ মে ২০১৮ ১৫:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর রূপনগর দুয়ারীপাড়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামি খলিল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মে) দুপুর ২টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে রাত ১২টর দিকে শারিরীক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, শিশুটির মা গার্মেন্টস কর্মী। সকালে শিশুটিকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। এই সুযোগে পাশের বাসার ভাড়াটিয়া রিকশা চালক খলিল বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন খলিলকে হাতেনাতে ধরে ফেলে ও পুলিশে দেয়।
এসআই জানান, শিশুটির মা খলিলের বিরুদ্ধে রূপনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সারাবাংলা/আইএ