Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ২৩:০৯

চট্টগ্রাম ব্যুরো: ভোগ্যপণ্যর বাজারে সিন্ডিকেটের মাধ্যমে যারা কৃত্রিম সংকট তৈরি করে তাদের এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘ব্যবসায়ীরা বলেছেন, গুজবের কারণে বাজারে কৃত্রিম চাহিদা ও সংকট সৃষ্টি হয়। তখন মানুষের একদিনে একমাসের বাজার করার প্রবণতা দেখা যায়। এ কারণে বাজারে সপ্তাহ, পনের দিনের জন্য সংকট সৃষ্টি হয়। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আপনারা আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

সভায় ব্যবসায়ীরা জানান, ‘বাজারে পণ্যের জোগান নিয়ে যতটা সংকট, তার চেয়ে বেশি সংকট হয় সরবরাহ নিয়ে। ব্যবসায়ীদের মধ্যে অবাধ তথ্যপ্রবাহ থাকলেও উৎপাদনকারীদের মধ্যে সেটার ঘাটতি থাকায় কৃত্রিম সংকট তৈরি হয়।’

মানুষের ভোগান্তি কমাতে পুলিশ ও ব্যবসায়ী যৌথভাবে কাজ করবে মন্তব্য করে কৃষ্ণপদ রায় বলেন, ‘ব্যবসায়ীরা পণ্য সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের সেবা করছেন। কেউ যাতে কৌশলে অধিক মুনাফার জন্য সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট করে মানুষের ভোগান্তির কারণ না হয় সে ব্যাপারে ব্যবসায়ী ও পুলিশ যৌথভাবে কাজ করবে।’

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, আ স ম মাহতাব উদ্দিন, আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, র‌্যাব, টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, আড়তদার সমিতি, চাল, ডাল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

বাজার সিন্ডিকেট সিএমপি কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর