ইমপেরিয়াল নার্সিং কলেজে শিক্ষাবৃত্তি ও শিক্ষাঋণ চালু
১২ অক্টোবর ২০২৩ ২৩:১৩
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষাঋণ চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং। আর এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উভয় প্রতিষ্ঠান সমঝোতা স্মারক সই করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের গভর্নিং বডি’র সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, ‘নার্সিং শিক্ষার্থীদের জন্য প্রতি ব্যাচে পাঁচ শতাংশ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির উদ্যোগ খুবই ভালো একটি পদক্ষেপ। এ কাজে যুক্ত হয়েছে বিএসআরএম। এ ধরনের পদক্ষেপ নার্সিং শিক্ষার অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।’
গভর্নিং বডি’র সহ-সভাপতি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, ‘বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমরা এই নার্সিং কলেজকে গড়ে তুলতে চাই। অসচ্ছ্ল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ ও শিক্ষাবৃত্তির বিষয়টি আমি অনেক আগে থেকেই পরিকল্পনা করেছি। আজ সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে চলেছে।’
বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী বলেন, ‘অসচ্ছল মেধাবীদের শিক্ষাক্ষেত্রে বিএসআরএম সাধ্যমতো সবসময় পাশে থাকবে।’
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডলি আক্তার, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সিইও ড. আনানাথ এন রাও, পরিচালক (অপারেশন) রিয়াজ হোসেন, একাডেমিক কো-অর্ডিনেটর ডা. আরিফ উদ্দিন এবং বিএসআরএম’র পরিচালক সাবিন আমেরও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম