ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল জ্যেষ্ঠ আইনজীবীর
১২ অক্টোবর ২০২৩ ১৩:২৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার শহরতলী দৌলাৎদিয়াড়ে অবৈধ ইজিবাইকের ধাক্কায় জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন (৫৮) নিহত হয়েছেন। নিহত মঞ্জুর সদর উপজেলার শহরতলী দৌলাৎদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় অবৈধ ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গার ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছালে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। এলাকাবাসী উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
অ্যাডভোকেট বেলাল আরও বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, মঞ্জুরের উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি আর রাজশাহী মেডিকেলে পৌঁছাতে পারেননি। পথে ঘোড়ামারা সেতুর কাছাকাছি এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সারাবাংলা/টিআর
অবৈধ ইজিবাইক আইনজীবী নিহত ইজিবাইকের ধাক্কায় নিহত সড়ক দুর্ঘটনা