লালমনিরহাটে সংসদ নির্বাচনে লড়বেন আমেরিকাপ্রবাসী আমিনুর
১৩ অক্টোবর ২০২৩ ১৪:২৬
লালমনিরহাট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে আমেরিকান প্রবাসী আমিনুর ইসলাম।
প্রবাসী আমিনুর ইসলাম জানান, ২০০৮ সাল থেকে লালমনিহাটের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এই অবহেলিত অঞ্চলে বেকার ও অসহায় জনগোষ্ঠীর জন্য টেকসই কিছু করার জন্য। কিন্তু তারা কখনোই এ ব্যাপারে তাকে কোনো সমাধানযোগ্য মানসিকতা প্রদর্শন না করে উল্টো এ ব্যাপারে সবসময় তাকে নিরুৎসাহিত করেছেন।
ফলে বেকার ও অবহেলিত জনগোষ্ঠীর সুখের কথা চিন্তা করে বাংলাদেশ আইন সম্বলিত একটি হলফনামাও প্রণয়ন করেছেন প্রবাসী আমিনুর ইসলাম। সেখানে উল্লেখ আছে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বেকারদের জন্য চাকরি, ব্যবসা এবং উন্নত দেশে কর্মসংস্থান নিশ্চিত করবেন।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) তার নিজ বাড়ি উত্তর মুসরত মদাতীতে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম জানান, নির্বাচিত হবার ৯০দিন পর থেকেই কোনো অর্থ ছাড়াই প্রত্যেক বেকারকে একটি করে চাকরি দেবেন। এই প্রতিশ্রুতি ভঙ্গ করলে বাংলাদেশের প্রতারণা আইন ৪২০ ও ৪০৬ অনুযায়ী আইনগত দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন, বলেও হলফনামায় উল্লেখ করেছেন।
সারাবাংলা/এমও