Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ১৭:৩৩

ফ্রান্সে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্যারিসে ফিলিস্তিনপন্থি সমাবেশে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। ফিলিস্তিনের পক্ষে সমাবেশও সেদেশে নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন, যারা এমন সমাবেশ করেছে তাদের গ্রেফতার করা উচিত কারণ তারা জনশৃঙ্খলা ব্যাহত করছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী ফ্রান্সের প্যারিস, লিলি, বোর্দো এবং অন্যান্য শহরে জড়ো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টা পর ১০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অভ্যন্তরীণ বিভাজন না করে ইসরাইলের পক্ষে দাঁড়ানোর জন্য তার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঐক্যের ঢাল আমাদের বিদ্বেষ ও বাড়াবাড়ি থেকে রক্ষা করবে।

ম্যাক্রো জানিয়েছেন, গত সপ্তাহে ইসরাইলের হামাসের হামলার পর চার শিশুসহ ১৭ জন ফরাসি নিখোঁজ রয়েছেন। তারা হামাসের হাতে জিম্মি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্সের নাগরিকদের মুক্ত করতে যা করার দরকার তাই করবে তার সরকার।

এছাড়া হামাসের হামলার পর অন্তত ১৩ জন ফরাসি নাগরিক ইসরাইলে নিহত হয়েছেন বলে জানা গেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

‘আ.লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে’
১৯ অক্টোবর ২০২৪ ২০:৪০

দ্রুত নির্বাচন চায় গণফোরাম
১৯ অক্টোবর ২০২৪ ২০:১১

সম্পর্কিত খবর