Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ২০:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামাসের বর্বরতার বিরুদ্ধে আত্মরক্ষা অধিকার ইসরাইলের আছে। তিনি বিশ্বাস করেন, জাতিসংঘের প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে শুধুমাত্র শান্তিপূর্ণ সহাবস্থানই দীর্ঘমেয়াদে সংঘাত সমাধান করতে পারে।

কিরিগিস্তান সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির বিষয়ে মস্কোর উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, গত শনিবার থেকে হামাস গাজা থেকে আশ্চর্যজনক আক্রমণ শুরু করলে হাজার হাজার ইসরাইলি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে।

তিনি বলেন, ইসরাইল একটি আক্রমণের শিকার হয়েছে, যা নজিরবিহীন বর্বরতা। অবশ্যই তার শান্তিপূর্ণ অস্তিত্ব নিশ্চিত করার জন্য প্রতিরক্ষার অধিকার রাখে ইসরাইল।

পুতিন তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চলমান সংকট মার্কিন পররাষ্ট্র নীতির ব্যর্থতারই ফল। আমেরিকানরা মধ্যপ্রাচ্য সমস্যা একচেটিয়াভাবে বন্দোবস্ত করার চেষ্টা করেছিল। উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে এমন একটি আপস খোঁজার বিষয়ে চিন্তা করেনি তারা।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর