Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত-শিবিরও ভয় দেখানোর চেষ্টা করছে, তোয়াক্কা করি না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ২৩:০৮

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে লাঠিসোঠা নিয়ে মহড়া দিয়ে জামায়াত ইসলামী ও তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রশিবির ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমরা ভয়ভীতির তোয়াক্কা করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, শক্তিশালী আছি। সুতরাং তারা কিছুই করতে পারবে না।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার নারী-পুরুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘অনেক কষ্টের মধ্যেও, অনেক ভালো না থাকার মধ্যেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। কারণ আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি মাতৃরূপে আমাদের সকলকে আগলে রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্ব যদি অব্যাহত না থাকে, তাহলে আমাদের হয়ত এই ভালো থাকাও হবে না।’

‘এটি বলছি, কারণ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র দেখে জামায়াত-শিবিরও ভয়ভীতি দেখাতে মাঠে নেমে গেছে। আমাদের চোখের সামনে দিয়ে মহড়া দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই ষড়যন্ত্র ভেঙে ফেলতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আপনারা পূজা করুন, মায়ের কাছ প্রার্থনা করুন শেখ হাসিনার জন্য। তাঁকে একুশবার হত্যার চেষ্টা হয়েছে, ওনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা উনাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয় এদেশের মানুষের ভালো কিছু করার জন্য। সেই ভালো করার চেষ্টা তিনি নিরন্তর করে যাচ্ছেন। সুতরাং তিনি থাকলে আমরা সবাই ভালো থাকব।’

বিজ্ঞাপন

নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী শুকলাল ধরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম ও রুমকী সেনগুপ্ত, ব্যবসায়ী প্রণব ধর এবং যুবনেতা বলরাম চক্রবর্তী।

সারাবাংলা/আরডি/একে

মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর