Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার ভোর থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১২:৩৮

ফাইল ছবি

ঢাকা: শনিবার (১৪ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার অনুযায়ী দেখা যায়, শনিবার মধ্যরাত থেকেই খারাপ হতে থাকে ঢাকার বায়ুমান। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ভোর চারটায় ২২৫ একিউআই।

আইকিউএয়ার অনুযায়ী বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’। শনিবার মধ্যরাত অর্থাৎ, রাত ১২ টায় ঢাকার বায়ু মান ছিল ১৭৯ একিউআই। রাত ১টায় ১৮০ একিউআই, রাত ২টায় ১৮৮ একিউআই। এরপরই রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২০০-এর উপরে ছিল যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

রাত ৩টায় বায়ুমান ছিল ২০২ একিউআই, ৪টায় সর্বোচ্চ ২২৫ একিউআই, ৫টায় ২১৫ একিউআই, ৬টায় ২১৩ একিউআই, ৭টায় ২২৩ একিউআই, ৮টায় ২১৯ একিউআই এবং সকাল ৯টায় ২০০ একিউআই। এদিকে, সকাল ৮টা ১০ মিনিটে ২২৩ একিউআই নিয়ে ঢাকা ছিল বিশ্বের সর্বোচ্চ দূষিত বাতাসের শহর।

সেসময় স্কোর ১৯৩ নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই ও ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আরব আমিরাতের দুবাই।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সব বয়সী মানুষের জন্যই তা ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সারাবাংলা/আরএফ/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর