Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক রুটে ট্রেনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১৪:৪৯

ঢাকা: ডলারের মূল্যবৃদ্ধি ও ট্রাভেল ট্যাক্সের পরিমাণ বাড়ায় আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের নতুন ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নির্ধারিত এ ভাড়া আগামী ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ে তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ রেলওয়ের উপ পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ নভেম্বর থেকে একটি এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। একইভাবে ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেক ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করা হয়। ভাড়া বাড়িয়ে ২ হাজার ৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ২ হাজার ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।

সারাবাংলা/জেআর/এমও

আন্তর্জাতিক রুট ট্রেনের ভাড়া প্রজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর