Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিব’ বয়োপিক দেখতে রংপুরে দর্শকদের উপচেপড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ২১:০৯

রংপুর: গতকাল (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবি ‘মুজিব- একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির পর শনিবার (১৪ অক্টোবর) ছবিটি দেখতে রংপুর নগরীর শাপলা সিনেমা টকিজে বেড়েছে দর্শকদের উপচে ভিড়।

রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ছবি দেখতে। হল কর্তৃপক্ষ বলছে, প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের উপস্থিতি বাড়ছে। প্রচার-প্রচারণারর মাধ্যমে দর্শকের উপস্থিতি আরও বাড়বে।

এদিন সরেজমিনে শাপলা টকিজ ঘুরে দেখা যায়, সকাল থেকে দর্শকদের উপস্থিতি কম থাকলেও বিকেল ৩টা ও সন্ধ্যায় ৬টার শো’তে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শাপলা টকিজের ম্যানেজার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। গতকাল দর্শক উপস্থিতি কম থাকলেও আজ বিকেল তিনটা ও সন্ধ্যা ৬টার শো’তে প্রায় সব আসনই পূরণ হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশের সদস্যরা হলে আসছেন।

বিকেল ৩টা থেকে ৬টার শো’তে সিনেমা দেখে বের হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহম্মেদ এই প্রতিবেদককে বলেন, ‘সিনেমার গল্পটা অনেক সুন্দর। ভিনেগাল নির্মাতা শ্যাম বেনেগাল খুব যত্ন করে সিনেমাটি বানিয়েছেন। বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি।’

সিনেমাটি সকলের দেখা উচিত মন্তব্য করে বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি কিছু রয়েছে সিনেমাতে।’

৬টার শো দেখতে হলে পৌঁছে সাজিদ আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমার কয়েকজন বন্ধু সিনেমাটি সম্পর্কে আমাকে বলেছে। এজন্য আর দেরি করলাম না। সচেতন ব্যক্তিদের এই সিনেমাটি দেখা দরকার।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়, আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী

সারাবাংলা/পিটিএম

উপচেপড়া ভিড় টপ নিউজ দর্শক মুজিব: একটি জাতির রূপকার রংপুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর