চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিবন্ধী ওই নারী গৃহকর্মীর কাজ করতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজী বাড়ির পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত রাফিয়া বেগমের (৪৩) মনু মিয়াজী বাড়ির বাসিন্দা এক পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার বাড়িও একই এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রাফিয়া বেগম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। যে বাড়িতে গৃহ সহকারীর কাজ করতেন, সেই বাড়ির পুকুরঘাটে তার লাশ পাওয়া যায়। মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা খবর দেয়ার পর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষ হয়েছে।’
‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এখন এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয় সেটা আমাদের তদন্ত করে দেখতে হবে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে সেটার তদন্ত চলছে। নিহতের পরিবার যদি কোনো অভিযোগ দেয়, সেটা গ্রহণ করে আমরা সেভাবেও তদন্ত করবো।’