‘দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি অপারেটর নিয়োগ’
১৫ অক্টোবর ২০২৩ ১৪:০৭
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এরপর বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের নতুন ইকুইপমেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বন্দর জেটিতে বিদেশি বিনিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন গ্লোবাল ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আমাদের সক্ষমতা কোথায় গেছে সমগ্র বিশ্বকে জানিয়ে দিতে চাই। পদ্মা সেতুর মাধ্যমে সমগ্র বিশ্ব দেখেছে বাংলাদেশের সক্ষমতা কোথায় গেছে। আমরা মেরিটাইম সেক্টরে জানিয়ে দিতে চাই আমাদের সক্ষমতা।’
‘আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর করছি, পায়রা বন্দর করেছি। মোংলা পোর্ট আপডেটগ্রেশন করছি। বে টার্মিনালের কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের আপডেট ইকুইপমেন্ট দিয়ে পণ্য ওঠানামা করানো হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের সক্ষমতা। এই সক্ষমতায় আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা দেশ-বিদেশ নয়, সারা বিশ্বের সঙ্গে থাকতে চাই। বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করতে চায় আমরা তাদের স্বাগত জানাবো। এটাই হচ্ছে সরকারের নীতি’, বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
কর্ণফুলী টানেল নিয়ে নৌ পরিবহন খাত কতটুকু উপকার পাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘সমগ্র পৃথিবীই নৌ পরিবহনে এগিয়ে যাচ্ছে। মেরিটাইমকে বাদ দিয়ে স্মার্ট বা উন্নত বাংলাদেশ সম্ভব না। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিটাইমের ব্যাপক অগ্রগতির জন্য জোর দিয়েছেন। একদম ম্যান পাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু।’
এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. সোহায়েল, সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম বন্দরে যুক্ত হওয়া নতুন ইকুইপমেন্টের মধ্যে চারটি কী গ্যান্ট্রি ক্রেন, ৬টি রানার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, চারটি রিচ স্টেকার, চারটি ভেরিয়েবল রিচ ট্রাক, দু’টি কন্টেইনার মোভার, দু’টি ১০০ টনের মোবাইল ক্রেন ও দু’টি ৫০ টন ওজনের মোবাইল ক্রেন আছে।
পরে খালেদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের অফিসার্স ডরমেটরি ভবন ও ট্রেনিং সিমুলেটর উদ্বোধন করেন।
সারাবাংল/আইসি/এমও