নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
১৫ অক্টোবর ২০২৩ ১৫:৫০
ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার রাজারবাগ এলাকায় নিজ বাসা থেকে ফাতেমা কানিজ (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারী স্বামী আলআমিনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পূর্ব রাজারবাগে নিজ বাসার তৃতীয় তলা মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা কানিজ কুমিল্লা জেলার বাঙ্গুরা থানার রাজাচাবিতলা গ্রামের মোসলেহ উদ্দিনের মেয়ে।
সবুজ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে পূর্ব রাজা বাজার এলাকার নিজ বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার গলার নিচে কয়েকটি ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় তার স্বামী আলআমিনকে আটক করা হয়েছে।
এসআই আরও জানান, ওই গৃহবধূ তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। স্বামী আলআমিন একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। স্বামী প্রায়ই স্ত্রীকে সন্দেহ করতো। এর জের ধরেই স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত ঘটনা জানতে তদন্ত চলছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ