Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফার্মগেটে নতুন শপিংমল-মার্কেটের দরকার নাই’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৭:৪৬

ঢাকা: রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ের শহিদ আনোয়ারা মাঠে মেট্রোরেলের স্টেশন ও শপিংমল করার উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখানে নতুন করে আর শপিংমল বা মার্কেট দরকার নাই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (১৫ অক্টোবর) ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফার্মগেটে অনেক শপিংমল, মার্কেট রয়েছে। নতুন করে আর দরকার নাই। এখানে যে উদ্যান ছিল সেটা পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

ফার্মগেট মোড়ের শহিদ আনোয়ারা মাঠে ফার্মগেট স্টেশন বানিয়েছে মেট্ররেল কর্তৃপক্ষ। এই মাঠের বাকি অংশে শপিংমল তৈরির মেট্রোরেলের উদ্যোগের বিরোধিতা করেছে এলাকাবাসী। আজ উদ্বোধন অনুষ্ঠানের আগে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনতা মানববন্ধন করে মেয়রের কাছে তাদের দাবি তুলে ধরেন। এ সময় স্থানীয় জনতার দাবির প্রতি সংহতি জানান ডিএনসিসি মেয়র।

অনুষ্ঠানে শহিদ আনোয়ারা মাঠের ইতিহাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখানে (ফার্মগেটে) হর্টিকালচার গার্ডেন ছিল। ৬ দফার আন্দোলন যখন শুরু হয়, চলমান আন্দোলনের এক পর্যায়ে ১৯৬৭ সালে সন্তানকে দুগ্ধ পানরত অবস্থায় পাকিস্তান বাহিনীর গুলিতে আনোয়ারা বেগম নিহত হন। পরে আনোয়ারা বেগমের নামে এখানে উদ্যানের গেটে নামফলক লেখা হয়। তার স্মৃতি রক্ষার্থে পরে নাম হয় শহিদ আনোয়ারা মাঠ।’

শহিদ আনোয়ারা মাঠ উন্মুক্ত করার ব্যাপারে স্থানীয় জনগণ ও মেয়রের দাবির প্রতি নিজের ইতিবাচক অবস্থান প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/পিটিএম

ফার্মগেট মার্কেট শপিং মল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর