এইচপিভি ভ্যাকসিন পেতে যেভাবে করতে হবে নিবন্ধন
১৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৭
ঢাকা: জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে স্কুল পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। তবে এই এইচপিভি ভ্যাকসিন পেতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভ্যাকসিন গ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন করার লিঙ্ক হলো- www.vaxepi.gov.bd।
এ ছাড়াও পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা Vaxepi অ্যাপে নিবন্ধনের মাধ্যমে এ ভ্যাকসিন নিতে পারবে।
এইচপিভি ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার এস এম আবদুল্লাহ আল মুরাদ বলেন, ‘সারভারিক্স ভ্যাকসিনটি ১০ থেকে ১৪ বছর বয়সী ৯৫ শতাংশ কিশোরীকে নিশ্চিত করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা তিনটি ধাপে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করব। প্রথম পর্যায় সম্পন্ন করে পর্যায়ক্রমে পাওয়া সাপেক্ষে আমরা টিকাদান কর্মসূচি ঘোষণা করব।’
তিনি বলেন, ‘প্রতিটি ভায়ালে ভ্যাকসিনের দুটি ডোজ থাকে, যা দুজন কিশোরীকে দেওয়া হবে। এটি এক ডোজের ভ্যাকসিন, যা মাংসপেশিতে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে ১৩১ দেশে হিউম্যান পাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছে আর সারভিক্স ভ্যাকসিনটি ২৪টি দেশে দেওয়া হয়েছে।’
এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, ‘জরায়ুমুখের ক্যানসারে তিন বছরে ১৫ হাজার মা-বোন মারা গেছেb। এতদিন আমরা এই জায়গাটিতে গুরুত্ব দিতে পারিনি। তবে আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, কারণ দীর্ঘদিন পর হলেও এই জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে একটি ভ্যাকসিন নিয়ে আসতে পেরেছি।’
রোববার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম ধাপের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কেন্দ্রে প্রথম ধাপের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব মো. জাহাঙ্গীর আলম।
অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘প্রথম ধাপে ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন কর্মসূচির আওতায় থাকবে। টিকা নিতে হলে প্রথমে ভ্যাকসিন গ্রহণকারীকে ভ্যাক্স ইপিআই অ্যাপে জন্মসনদ দিয়ে নিবন্ধন করতে হবে।’
এই টিকাদান ক্যাম্পেইনের প্রতিপাদ্য হলো ‘এক ডোজ এইচটিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যানসার রুখে দিন।’
এর আগে, গত ২ অক্টোবর দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সারাবাংলা/এসবি/একে