মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন
১৫ অক্টোবর ২০২৩ ২১:৫০
ঢাকা: ১২ থেকে ১৪ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান স্পন্সর হিসেবে অংশ নেয় মেরিটাইম ও রিভারাইন সলিউশন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করা এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড। এই এক্সপো বিশ্বজুড়ে এই শিল্পের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্ভাবক এবং উৎসাহীদের একত্রিত করে।
এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এই প্রদর্শনীতে সামুদ্রিক প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করে। তাদের উপস্থাপনায় মিৎসুবিশি মেরিন ইঞ্জিনস, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ’র একটি বিভাগ ছিল। যারা শক্তিশালী ইঞ্জিন সরবরাহ, অবকাঠামো, শিল্প যন্ত্রপাতি, সামুদ্রিক যন্ত্রপাতি, মহাকাশ এবং প্রতিরক্ষা সম্পর্কিত যান্ত্রিক শিল্পের পাওয়ার হাইজ হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত।
এসিআই মেরনি এবং রিভারাইন টেকনোলজিস লিমিটেডের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য হাইলাইট ছিল ২৭৮ থেকে ২০০০ কিলোওয়াট পর্যন্ত মেরিন ইঞ্জিনের প্রদর্শন। এই ইঞ্জিনগুলো অভ্যন্তরীণ এবং সমুদ্রগামী জাহাজ, ড্রেজার, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ এবং আরও অনেক কিছুতে বহুমুখী অ্যাপ্লিকেশন অফার করে, যা শিল্পের চাহিদা মেটাতে কোম্পানির সক্ষমতা প্রদর্শন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস’র রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম