Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে ডুবে গেছে ক্লিংকারবোঝাই লাইটারেজ জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ০৮:৫৬

বাগেরহাট: মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিক টন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এসময় সাঁতরে তীরে উঠতে পেরেছেন লাইটারেজ জাহাজের ১১ নাবিক।

রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদার্স থেকে ৮০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিলো এমভি আনমেনা-২ নামের লাইটারেজ জাহাজটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ডুবোচরে আটকা পড়ে জাহাজটি ডুবে যায়।

এসময় দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১১ নাবিক। জাহাজডুবির পরও মোংলা বন্দর চ্যানেলে নৌ যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।

খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা ও মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ পশুর নদী লাইটারেজ জাহাজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর