Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের বিরতির পর চিলমারী-রৌমারী রুটে সচল ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ২১:৫৭

সোমবার ফের ফেরি চলাচল শুরু হয়েছে চিলমাীর-রৌমারী রুটে। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: একদিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকদের মধ্যে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টায় ১০টি পরিবহন নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ফেরি যাত্রা শুরু করে।

এর আগে রৌমারী ঘাটে পন্টুনের র‌্যামের নিচের মাটি ধসে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। পরে মাটি ভরাটের পর ফেরি চলাচল শুরু হলো।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রৌমারী ফেরি ঘাটে নদীর পানির স্রোতে পন্টুনের র‌্যামের নিচে মাটি ধসে পড়ে। এতে যাত্রীরা নামতে পারলেও নোঙর করা ফেরিতে থাকা পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এ ছাড়াও যাতায়াতের অপেক্ষায় দুই ঘাটে আটকা পড়ে শতাধিক পণ্য্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েন ট্রাকের চালক ও শ্রমিকরা। পরে দ্রুতই ঘাট মেরামতের ব্যবস্থা নেয় বিআইডব্লিউটিসি।

বিজ্ঞাপন

প্রফুল্ল চৌহান বলেন, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। মেরামত শেষে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর