Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ছুরিকাঘাতে যুবক হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ২২:২৭

যশোর: আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিপন যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যার বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বিপুল ও মুস্তাক নামে আরও দুই জন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত রিপন পেশায় লেদ শ্রমিক। সোমবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মুজিব সড়ক রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের আটকের ব্যাপারে পুলিশ কাজ করছে।’

সারাবাংলা/পিটিএম

ছুরিকাঘাত যশোর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর