Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন


১৬ মে ২০১৮ ১৭:০৭ | আপডেট: ১৬ মে ২০১৮ ১৮:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

চট্টগ্রাম ব্যুরো: ঝগড়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে মো.মহিউদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই রায় দেন।

দণ্ডিত মো.মহিউদ্দিন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। তিনি কারাগারে আছেন।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি রাত ৯টায় নিজ বাসার শোবার ঘরে স্ত্রী সুলতানা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ স্বামী মহিউদ্দিনকে গ্রেফতার করে। মহিউদ্দিন এই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সুলতানার ভাই আব্দুর রহিম বাদি হয়ে চান্দগাঁও থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০১২ সালের ১৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় জন্য মোট ১১ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/আরডি/জেডএফ

 ** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর