Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপিএইচইর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রাঙ্গামাটিতে বন্ধ পানি সরবরাহ

প্রান্ত রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ১৭:৫১

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরে পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই)। সেই প্রতিষ্ঠানটির কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে না পেরেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। তাতে পানি পরিশোধন করছে পারছে না জনস্বাস্থ্য প্রকৌশল। রাঙ্গামাটি শহরে তাদের পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন রাঙ্গামাটি শহরের পানির গ্রাহকরা।

বিপিডিবি গত রোববারই (১৫ অক্টোবর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কথা জানিয়েছিল। তবে ডিপিএইচইর দাবি, আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর থেকে রাঙ্গামাটি পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ আছে।

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি রাঙ্গামাটিতে তিনটি গ্রাহক ক্যাটাগরিতে পৌর এলাকায় পানি সরবরাহ করে। প্রাইভেট ক্যাটাগরিতে রয়েছে বিভিন্ন দোকান ও বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি ক্যাটাগরিতে রয়েছে বিভিন্ন সরকারি অফিস ও অফিসের স্টাফ কোয়ার্টার। আর তৃতীয় ক্যাটাগরি হলো আবাসিক খাত। জেলা শহরে জনস্বাস্থ্যের চার হাজার ৩৫৮টি বৈধ সংযোগ রয়েছে।

ডিপিএইচইর হিসাব বলছে, গ্রাহকদের কাছে তাদের পানির বিল বকেয়া চার কোটি টাকারও বেশি। অন্যদিকে ডিপিএইচইর কাছে সাড়ে চার কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পায় বিপিডিবি। এ হিসাব অনুযায়ী পাওনার চেয়ে দেনা বেশি আছে জনস্বাস্থ্য প্রকৌশলের।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘পিডিবির সঙ্গে পুরনো ব্যাপারের কারণে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ কারণে আজ (মঙ্গলবার) ভোর থেকে রাঙ্গামাটি শহরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমরা জেলা পরিষদ চেয়ারম্যান স্যারের সঙ্গে বৈঠক করেছি। যেকোনো পরিস্থিতিতেই আমরা পানি সরবরাহ চালু করব।’

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘নতুন করে আমাদের তেমন বিদ্যুৎ বিল বকেয়া নেই, প্রায় সমান। পুরনো তিন-চার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেগুলোই বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে তো এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। আমরাও তো মানুষের কাছে থেকে অনেক বকেয়া বিল পাওনা আছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে, শহরে পানি সরবরাহ তো বন্ধ রাখা যাবে না।’

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিপুল ত্রিপুরা বলেন, ‘পানি না থাকলে মানুষের দুর্ভোগ হবে, বিষয়টি তো সত্য। জনস্বাস্থ্য প্রকৌশলের বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণ চার কোটি টাকার মতো। রাজস্ব আদায়ের চেষ্টার কারণে পিডিবি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আমরা বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিল দিতে ব্যর্থ হওয়ায় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদ্যুৎ সংযোগ গত রোববার থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাদের কাছে সাড়ে চার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। বারবার তাগাদা দিয়েও বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

সারাবাংলা/টিআর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ডিপিএইচই রাঙ্গামাটি পানি সরবরাহ বন্ধ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিপিডিবি রাঙ্গামাটি পিডিবি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর