Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরকে এখনই গ্রেফতার করা উচিত: দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ১৯:৩৭

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এখনই গ্রেফতার করা উচিত ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা সদ্য প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ সভা আয়োজন করে।

সভায় শামসুজ্জামান দুদু বলেন, “বিরোধী দলের আন্দোলনে তাদের (সরকার) পাগল প্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার অবস্থা কী, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কী। তিনি (ওবায়দুল কা‌দের) গতকাল যে কথা বলছেন, ‘শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধী দলের।’ এ কথা থেকে জানতে বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? এই কথার কারণে এখনই ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা উচিত।”

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কীভাবে হয়েছে, দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি। দেশের জনগণ মনে করে, এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করাতে আমরা সক্ষম হব। পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করা হ‌বে।’

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘সবকিছুরই শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ম‌ধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হ‌চ্ছে। দেশনেত্রী খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছে, তাদের সবাইকে বের করে নিয়ে আসব। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।’

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে এলো বা না এলো তা দেখার বিষয় নয়। ঠ্যাং ভেঙে দেবো। মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায়, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসা ভাড়া দেন ,আর কে আসল আর না আসল মানে?’

প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে দুদু বলেন, ‘স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছাত্রজীবন থেকে লালন করতেন। তিনি যেমন গণঅভুত্থান নেতৃত্ব দিয়েছেন, তেমনি বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ যদি করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষক দলের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/টিআর

ওবায়দুল কাদের টপ নিউজ শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর