Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০, নারীর সংখ্যা বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১২:৫১

ঢাকা: দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই, একইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত আগস্ট ও সেপ্টেম্বরের ধারাবাহিকতায় দেশে অক্টোবরের প্রথম ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। আর বাকি ১৩ দিন, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৯ জন। এ নিয়ে অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০১ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত মৃত্যুবরণ করা ২০১ জনের মধ্যে ১১৭ জনই নারী। বাকি ৮৪ জন পুরুষ। অক্টোবরে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ ২৫ জনের বয়সসীমা ৩৬ থেকে ৪০ বছর। এর মধ্যে ১৮ জন নারী ও সাতজন পুরুষ। এছাড়া ২৬ থেকে ৩০ বছর বয়সসীমায় মারা গেছেন ২২ জন। এর মধ্যে ১৫ জন নারী ও সাতজন পুরুষ রয়েছেন। ৪৬ থেকে ৫০ বছর বয়সসীমায় মারা গেছেন ২১ জন। এর মধ্যে ১৪ জনই নারী ও সাতজন পুরুষ।

অক্টোবরের প্রথম ১৭ দিনে দেশে ২১ থেকে ২৫ বছর বয়সসীমায় মারা গেছে ১৬ জন। এর মধ্যে ১১ জন নারী ও পাঁচ জন পুরুষ। ৩১ থেকে ৩৫ বছর বয়সসীমায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ১৩ জন নারী ও তিনজন পুরুষ। এছাড়াও ৪১ থেকে ৪৫ বছর বয়সী মারা গেছেন ১৫ জন। এর মধ্যে ৯ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। ৫৬ থেকে ৮০ বছর বয়সী মারা গেছেন ১৩ জন। এর মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী।

১২ জন শিশু মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে অক্টোবরের প্রথম ১৭ দিনে। এর মধ্যে সাতজন কন্যা শিশু ও পাঁচজন ছেলে শিশু। ৬১ থেকে ৬৫ বছর বয়সী অক্টোবরের প্রথম ১৭ দিনে মারা গেছেন ১১ জন। এর মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। ৬৬ থেকে ৭০ বছর বয়সী মারা গেছেন ১০ জন। এর মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। ১৬ থেকে ২০ বছর বয়সী মারা গেছেন ৯ জন। এর মধ্যে ছয়জন তরুণ ও তিনজন তরুণী রয়েছেন।

বিজ্ঞাপন

৭১ থেকে ৭৫ বছর বয়সী আটজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন অক্টোবরের প্রথম ১৭ দিনে। এর মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। ৫১ থেকে ৫৫ বছর বয়সী সাতজন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। ৮০ বছরের বেশি বয়ষ্ক ছয়জন মৃত্যুবরণ করেছেন, এই ছয়জনই পুরুষ। এছাড়া ছয় থেকে ১০ বছর বয়সী চারজন, ১১ থেকে ১৫ বছর বয়সী চারজন ও ৭৬ থেকে ৮০ বছর বয়সী দুইজন মৃত্যুবরণ করেছেন।

দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৯০। এর মধ্যে ৬৭৪ জন নারী ও ৫১৬ জন পুরুষ।

ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি কেন?

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ডা. শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, ‘জেনেটিক কারণে নারীদের জটিলতা বেশি দেখা দেয়। আর এ কারণে তাদের ডেঙ্গুতে মারা যাওয়ার হার বেশি। এছাড়া গর্ভাবস্থায় ও ঋতুস্রাবকালে কোনো নারী ডেঙ্গুতে আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে।’

তিনি বলেন, ‘পরিবারের কেউ অসুস্থ হলে নারীরা তাদের যত্ন নেন। কিন্তু নিজে অসুস্থ হলে গুরুত্ব কম দেন। অসুস্থ হলে বাসায় থেকে চিকিৎসা নেন তারা। এসব কারণে হাসপাতালেও দেরি করে আসেন। দেরি করে আসলে ঝুঁকিতে থাকেন তারা।’

ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারীরা কেন বেশি মারা যাচ্ছেন, সেটি নিয়ে এখনো কোনো গবেষণা করা হয়নি। তবে এটি নিয়ে চিকিৎসকরা গবেষণা করতে চাচ্ছেন বলে জানান ডা. শাহাদাত।

জানতে চাইলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘এ বছর ডেঙ্গুর উপসর্গগুলো অস্বাভাবিক। সাধারণত জ্বর, মাথাব্যথা হলে ডেঙ্গু সন্দেহ করা হয়। কিন্তু এ বছর ডায়রিয়া, পেটব্যথা, খিঁচুনিসহ আরও অনেক উপসর্গ দেখা দিচ্ছে। কোনো নারী ডেঙ্গু আক্রান্ত হলে বুঝতে সময় লাগছে।’

তিনি বলেন, ‘আবার অনেক সময় নারীরা হাসপাতালেও দেরি করে আসেন। এ কারণে তাদের মৃত্যুর হার বেশি হতে পারে। শারীরিক কোনো সমস্যা দেখা দিলেই ডেঙ্গু কি না সেটি পরীক্ষা করা উচিত। আর অসুস্থ হলে দেরি না করে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ‘বেশ কিছু কারণে নারীদের মৃত্যুর হার বেশি পাচ্ছি। প্রথমত আমাদের নারীরা যেকোনো কারণেই হাসপাতালে দেরি করে আসছেন। আরেকটি বিষয় হলো এবছর গর্ভবতী মায়ের অনেক বেশি ডেঙ্গু আক্রান্তের ইতিহাস পাওয়া গেছে। গর্ভবতী মায়েরা ডেঙ্গুতে একটু বেশি ভালনারেবল, যে কারণে এবার অনেক বেশি তাদের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এসবি/এনএস

ডেঙ্গু সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর