Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ: দণ্ডিত শামসুল হকের আপিলের রায় ৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১৭:১৫

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) খালাস চেয়ে করা আপিলের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বুধবার (১৮ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আর আসামি শামসুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী এহসান এ সিদ্দিক।

বিজ্ঞাপন

এর আগে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১২ জুলাই তার আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। আজ চূড়ান্ত শুনানি শেষ হয়েছে।

এই মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন শামসুল হক।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

মানবতাবিরোধী অপরাধ শামসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর