Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষা কুকুর খুন করে ইউপি কার্যালয়ে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১৯:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে পোষা কুকুরকে খুন করে একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘চোরেরা ইউনিয়ন পরিষদের ভবনের দরজা ভেঙ্গে কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে রেখে গেছে। আমাদের একটি পোষা কুকুর ছিল সেটিকেও তারা মেরে ফেলেছে। সে হয়তো বাধা দিয়েছিল তাই তাকে কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ সচিব রহমত উল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ছিল। পেছনের সীমানা প্রাচীর ডিঙিয়ে চোরের দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। সেখানে পায়ের ছাপ দেখা গেছে। আমার কক্ষের জানালার লোহার শিক ভাঙা।’

তিনি বলেন, ‘চোরের দল আমার রুমের দু’টি কম্পিউটারের সিপিইউ’র কেসিং বাইরে ফেলে রেখে হার্ডডিস্ক, মাদারবোর্ড, স্ক্যানার ও সিসি ক্যামেরা নিয়ে গেছে। টেবিলের ড্রয়ার তছনছ করলেও আলমারি খোলার চেষ্টা করেনি। কিছু ফাইলপত্র বাইরে এলোমেলো করে ফেলে গেছে।’

এ ছাড়া উদ্যোক্তা রুমের দরজার তালা কেটে প্রবেশ করে দু’টি ল্যাপটপ ও ওয়াইফাই রাউটারও চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।

জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। চোরদের ধরতে আমাদের অভিযান চলছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

ইউপি কার্যালয়ে ‍চুরি পোষা কুকুর খুন