Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার সংঘাত আঞ্চলিক রূপ নিতে পারে: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ১৩:৪৭

সের্গেই ল্যাভরভ, ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক রূপ নেওয়া ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর আলজাজিরা।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স’র বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজার সংঘাত আঞ্চলিক হয়ে যাওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে।

গাজা সংঘাতের জন্য ইরানকে দায়ী করার প্রচেষ্টা উস্কানিমূলক ছিল বলেও উল্লেখ করেন এই রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে গাজা উপত্যকার জনগণের জন্য ২৭ টন মানবিক সহায়তা সরবরাহ করবে বলে জানিয়েছে রাশিয়া। এর মধ্যে বেশিরভাগই খাদ্য দ্রব্য।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, পণ্য বহনকারী একটি বিমান মিশরের এল আরিশ শহরের দিকে যাচ্ছে। এটি মিশর-গাজা রাফাহ ক্রসিং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর সিনাইয়ে অবস্থিত।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজার সঙ্গে সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার এই পদক্ষেপ নিল রাশিয়া। এ সময় মানবিক সহায়তা সরবরাহকারী ২০টি ট্রাককে সীমন্ত অতিক্রম করার অনুমতি দেয় মিশর।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সের্গেই ল্যাভরভ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর