Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না বলা স্বপ্নেরা


১৯ অক্টোবর ২০২৩ ১৭:১৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৮

আমি কখনো ‘আমি’ হতে চাইনি
শুধু তোমার পাশে থাকতে চেয়েছি ছায়া হয়ে
তোমায় আঁকড়ে বাঁচতে চেয়েছি আকুল হয়ে
মিশে থাকতে চেয়েছি তোমার বুকে
কিংবা ভেজা গামছায়…।

ঘুমঘোরে তোমার চুলে হাত বুলিয়ে
টেবিলে তোমার পছন্দের খাবার সাজিয়ে
তোমার সকল আনন্দে বা ক্লান্তিতে
শুধুই থাকতে চেয়েছি তোমার অপেক্ষায়।

আমি কখনোই ‘আমি’ হতে চাইনি
সুখের আকাশ বা দুখের ঢেউয়ে
শুধু তোমায় আঁকড়ে বাঁচতে চেয়েছি
আর কোন সুখ চাইনি
মাথার ওপর ছাদ চাইনি
জানি, ছাদ হয়ে তো তুমি আছ।

বিশ্বাসের ঘর বুনেছি মনে মনে
যে ঘরে আছে শীতল ছায়া,
তেমন একটা স্বপ্নঘরে,তোমার হৃদয় ছুঁয়ে
আমি শুধু তোমার হয়ে বাঁচতে চেয়েছি
তোমার ভালবাসার খাঁচায়।

বিজ্ঞাপন

আমি কখনো ‘আমি’ হতে চাইনি
আমি শুধু তোমার হয়েই আছি
কেবল তুমি কখনো বুঝতে চাওনি
আমি কখনোই থাকিনি তোমার স্বপ্নে
কিংবা চোখের মায়ায়।