Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ১৮:৪১

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

তিনি বলেন, ‘আমরা কোনো শঙ্কিত বোধ করছি না, শঙ্কা করার মতো কিছু নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর জেএম সেন হলে শারদীয় দুর্গোৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

নির্বাচন, রাজনৈতিক আন্দোলন, ফিলিস্তিন-ইসরাইল ইস্যু, ২০২১ সালের হামলার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘আমরা কোনো শঙ্কিত বোধ করছি না। শঙ্কা করার মতো কিছু নেই। তবে বিভিন্ন সময় যেহেতু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এগুলো মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। সতর্ক থাকা ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার মধ্যে আমরা কোনো কার্পণ্য করিনি।’

শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এদিন জুমা’র নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হতে পারে, এর কোনো প্রভাব পূজামণ্ডপগুলোতে পড়ার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়ে পূজার কোনো সম্পর্ক নেই। গত শুক্রবারে ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ হয়েছে। এ শুক্রবারেও বিক্ষোভ হবে বলে আমরা ধারণা করছি। এতে আমাদের পূজার শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।’

‘এটা আমি আলাদা ভাবে দেখছি না। এবার শুক্রবার ষষ্ঠীতে পড়েছে। এটা কোনোদিন নবমীতে পড়েছে বা দশমীতে পড়েছে। একে অপরের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল আছেন। বিঘ্ন সৃষ্টি করছেন না। আমরা আশা করছি না এ ধরণের ব্যত্যয় কিছু হবে। এ উৎসব তো নতুন কিছু না। সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয় উৎসব সম্পর্কে জানে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশির ভাগ লোকই একে অপরের ধর্মীয় উৎসব পালনে সহায়তা করেছেন।’

প্রতিটি পূজামণ্ডপকে বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘নগরীতে এবার ২৭৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা আয়োজক ও মহানগর পূজা উদপান পরিষদের সঙ্গে দফায় দফায় কথা বলেছি। স্থানীয়ভাবে আমাদের থানার অফিসাররা তাদের সঙ্গে বসেছেন। এ উৎসবকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদেরও আমরা কিছু কিছু পরামর্শ দিয়েছি। তাদেরকে একটি স্বেচ্ছাসেবক দল গঠন এবং প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে।’

‘পাশাপাশি আমরা চার স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। মণ্ডপে মণ্ডপে সাদা পোশাকধারী পুলিশের ব্যবস্থা থাকবে। আমাদের যেসব বিশেষায়িত সংস্থা আছে তারা সবাই স্ট্যান্ডবাই থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরা ও মেটাল ডিটেক্টর থাকবে। প্রতিটি মণ্ডপে আমরা সম্প্রীতি কমিটি গঠন করেছি, যাতে সমন্বিত প্রয়াসে চারদিনের এ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হতে পারে।’

তিনি বলেন, ‘শতভাগ পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তবে পারিবারিক পূজাগুলোতে হয়তবা বাদ যেতে পারে। আর যে সমস্ত ঘাটে প্রতিমা বিসর্জন হয়েছে এবারও সেসব স্থানে হবে।’

এসময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল ছিলেন।

সারাবাংলা/আইসি/এনইউ

অপ্রীতিকর ঘটনা আশঙ্কা কমিশনার টপ নিউজ দুর্গাপূজা সিএমপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর