Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পূজায় কোনো শঙ্কা নেই, রয়েছে সবধরনের নিরাপত্তা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ২০:১৫

ঢাকা: নির্বাচন সামনে রেখে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, নিরাপত্তার জন্য যা যা দরকার সবধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা পৌনে ১২টায় রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজামণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে আজ পর্যন্ত একধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী পূজার মূল কার্যক্রম শুরু হবে। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই পুলিশ আনসারসহ যে স্বেচ্ছাসেবক দল রয়েছে তাদের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সিভিল পোশাকেও লোক রাখা হয়েছে। আয়োজকদের সঙ্গে আমাদের বিভিন্ন সভা হয়েছে। আমরা আশা করি আগামী পাঁচ দিন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হবো।’

আগামী নির্বাচন সামনে রেখে পূজা উদযাপনে কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘পূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই। তবে সবধরনের শঙ্কা মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে এবং আমরা সবধরনের শঙ্কা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।’

তিনি বলেন, ‘সাতটা পূজামণ্ডপ ছোট। এছাড়া সব পূজা মণ্ডপকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা দুই ভাগে ভাগ করে অধিক গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ রেখেছি। আমরা কেবল সাতটি পূজামণ্ডপকে কম গুরুত্বপূর্ণ রেখেছি এবং বাদবাকি সব মণ্ডপকেই গুরুত্ব দিচ্ছি। যেহেতু এটি প্রধান পূজামণ্ডপ, প্রধানমন্ত্রী এখানে এসে থাকেন এবং জাতীয় পূজা মণ্ডপ, এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রতিটি জায়গায় আর্চওয়ে থাকবে এবং বিশেষ টিম থাকবে। প্রতিটিটি পূজামণ্ডপেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।’

সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাইবারের মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল তার ক্ষীণ স্বার্থকে হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে থাকে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধে ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যে সমস্ত পূজা কমিটি রয়েছে সবাইকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে, এ ধরনের কোনো কিছু পেলে যেন আমাদের দেয়। আমাদের সার্বক্ষণিক মনিটরিং টিম ২৪ ঘণ্টা প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে।’

নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জনের বিষয়ে তিনি বলেন, ‘সমন্বয় সভায় সবাইকেই বলেছি নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন যেন সম্পন্ন করতে পারে।’

এ সময় ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মন্ডল এবং ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

পূজা শঙ্কা


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর