নির্বাচনে ৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ২০:৪৯
১৯ অক্টোবর ২০২৩ ২০:৪৯
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার সদস্যের কারিগরি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি দুই মাস বাংলাদেশ অবস্থান করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইইউ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই কারিগরি টিম পাঠানোর কথা জানানো হয়েছে। চার সদস্যের টিম পাঠাবে সংস্থাটি। দলটি বাংলাদেশে দুই মাস অবস্থান করবে।’
চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কারিগরি দলটি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে।’
সারাবাংলা/জিএস/পিটিএম