জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়
১৯ অক্টোবর ২০২৩ ২১:৫৩
ঢাকা: ‘দীর্ঘমেয়াদী বিচার বিভাগীয় পরিকল্পনা’ করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিচারপতি, সাবেক বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন।
সভায় প্রধান বিচারপতি বলেন, ‘বিচারব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। কিন্তু এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন এবং এসব সমস্যা নিরসনের জন্য কার্যকর মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। এই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা সেগুলো চিহ্নিত করব।’
জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সবাই আমাদের সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। সকল অংশীজনের কাছ থেকে আমরা এক এক করে মতামত ও প্রস্তাব সংগ্রহ করব। পরবর্তী সময়ে এসব মতামত ও প্রস্তাব কয়েকটি ধাপে আলোচনা, বিশ্লেষণ ও গবেষণা করে একটি চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না তা জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা আমরা একটি দিকনির্দেশনা হিসেবে রেখে যাব। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে। আবার সময়, পরিস্থিতি প্রয়োজনের তাগিদে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই পরিকল্পনার সঙ্গে প্রয়োজনীয় যোজন-বিয়োজন করে পরিকল্পনাটিকে আরও সময়োপযোগী করতে সক্ষম হবেন। আমি মনে করি, এভাবে আমরা একটি গণমুখী ও জনবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’
সভায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির, শেখ মো. মোরশেদ মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, এম. আমির-উল ইসলাম, মঈনুল হোসেন, এ.এফ. হাসান আরিফ, ফিদা এম. কামাল, মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ন, মমতাজ উদ্দিন মেহেদী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আব্দুন নূর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম