ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যমের সম্পাদকদের আমন্ত্রণ জানান তিনি।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, নির্বাচিত নেতাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দেখানোর জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং প্রধান বাংলাদেশি সংবাদ মাধ্যমের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে গর্বিত।
এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।