সবজিও নাগালের বাইরে
২০ অক্টোবর ২০২৩ ১৫:৫৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৫:৫৫
ঢাকা: বাজারে বেশিরভাগ সবজির কেজি এখন ৮০ টাকার উপরে। প্রায় পাঁচ ধরনের সবজি দামের ক্ষেত্রে সেঞ্চুরি হাঁকিয়েছে। বাজারে একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে কম দামে ৩০ টাকা কেজিতে। আর কাঁচা মরিচের দামও এখন ডাবল সেঞ্চুরিতে। সবমিলিয়ে সবজিও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মহাখালীর বউবাজারে দেখা গেছে, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কড়লা ১০০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা ও বটবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শিম ২০০ টাকা কেজি, গাজর ১০০ টাকা, শশা ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা ও কাঁচা মরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা পিসে। বাজরটিতে পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, আলু ৫০ টাকা ও রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।
জানতে চাইলে এই বাজারের সবজি বিক্রেতা আমিনুল সারাবাংলাকে বলেন, বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। একমাত্র পেঁপের দাম ৮০ টাকার নিচে, ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর প্রায় পাঁচ ধরনের সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’
কথা হলে গার্মেন্টস কর্মী সোহেল সারাবাংলাকে বলেন, ‘এখন আর সবজি কিনে খাওয়ার উপায় নেই। সবজির দাম আগে কখনো এতো বেশি দেখিনি। সবজিও এখন আমাদের নাগালের বাইরে।’
কারওয়ান বাজারসহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গোল বেগুন ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। করলা, কচুরমুখি, বরবটি, টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর ঢেঁড়স, পটল, ঝিঙা, চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। কম দামের মধ্যে মুলার কেজি ৫০ থেকে ৬০ টাকা আর পেঁপে ৪০ থেকে ৫০ টাকা।
প্রায় তিন সপ্তাহ আগে টানা কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাত হয়েছে। পানি প্রবেশ করে সবজির মাঠে। তলিয়ে যায় বিভিন্ন ফসলের মাঠ। এতো সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এ কারণেই বাজারে এখন সবজির দাম বেশি বলে জানালেন বিক্রেতারা।
সারাবাংলা/ইএইচটি/এনএস