Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের মামলা বদলির আদেশ


১৬ মে ২০১৮ ১৮:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ তিন জনের বিরুদ্ধে অর্থপাচার আইনে দায়ের করা মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমাই হুই-এর আদালতে মামলার চার্জশিট উপস্থাপন করা হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আদালত মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৫ মে) দুদকের উপপরিচালক মো. সামছুল আলম এ চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন- ইটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে পরিচালক) আশরাফুল আলম ও সিনিয়র ম্যানেজার (অর্থ) মো. ফজলুর রহমান শিকদার। তবে মামলার চার্জশিটে আসামি মো. ফজলুর রহমান শিকদার রাজসাক্ষী হবেন বলে উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে বলা হয়, তদন্তে এজাহারভুক্ত আসামি ফজলুর রহমান শিকদার লিখিতভাবে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। অবৈধভাবে ইটিভির ২৬ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নিয়ম বহির্ভূতভাবে ৩০ হাজার ইউরো ক্রয়ের অভিযোগে ইটিভির সাবেক চেয়ারম্যানসহ ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

গত ২০১৬ সালের ১৩ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর