Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুপার্ক অপসারণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৩ ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির শিশু পার্কটি অপসারণ করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি এসেছে এক মানববন্ধন থেকে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে শিশুপার্কের সামনে অপারেজয় বাংলার উদ্যেগে হওয়া মানবন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বীর মুক্তিযোদ্ধা বিএলএফ পংকজ কুমার দস্তিদার বলেন, ‘চট্টগ্রামে সার্কিট হাউসে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউসের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হন। এ মাঠেই প্রথম বিজয়মেলার সূচনা হয়। যেখানে বিজয়মঞ্চে যুদ্ধজয়ের স্মৃতিচারণ করেন বরেণ্য মুক্তিযোদ্ধারা।’

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির তথা স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য অবদান থাকলেও এখানে স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি চর্চা কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন বা স্মৃতিস্তম্ভ নেই। নেই স্মৃতিসৌধও। এ ছাড়া আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত মাঠের স্বল্পতা রয়েছে।’

‘গুরুত্বপূর্ণ এ জায়গাটির বাণিজ্যিক শিশুপার্ক উচ্ছেদ করে জায়গাটিতে উন্মুুক্ত স্থানসহ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। অবিলম্বে জায়গাটি সবুজ মাঠ তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানাই।’

আব্দুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে ও মাসুদুল রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইফতেখার উল আলম, ফয়সাল রফিক, মেহেদী হাসান, এমরান ইরান, রেজাউল ইসলাম রিপন, কুতুব উদ্দিন, মো. হানিফ, মো. মোরশেদ, মো. মারুফ, আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মোস্তাফা করিম কাউসার, সুমিত বডুয়া, আরিফুল ইসলাম, মেহেদী হাসান মাসুদ, শাহাদাত শাওন, আজাদ হোসেন ও আব্দুল মাজেদ রিদুয়ান।

সারাবাংলা/আইসি/একে

কাজীর দেউড়ি শিশু পার্ক সার্কিট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর