Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় নিহতদের ৪০ শতাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৪:০৩

গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৪ হাজার ২১৮। হামলায় নিহতের বড় অংশই শিশু। নিহতের ৪০ শতাংশ শিশু।

শনিবার (২১ অক্টোবর) ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, যুদ্ধের ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় ৪ হাজার ১৩৭ জনই নিহত হয়েছেন গাজায়, বাকিরা নিহত হয়েছেন পশ্চিম তীরে। ইসরাইলি হামলায় এই সময়ে অন্তত ১৩ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে হতাহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। সে হিসেবে মোট নিহতের ৪০ শতাংশই শিশু।

আল জাজিরার খবরে বলা হয়, আহতের সংখ্যা বেশি হওয়ায় সবাইকে হাসপাতালের বেডে চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। হাসপাতালের মাটিতে ও বারান্দায় অনেকের অপারেশন করা হচ্ছে।

সারাবাংলা/ইআ

গাজায় হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর