Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেসিস প্রি-স্কুলে ‘লার্ন উইথ ফান’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৯:৪৯

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন জেনেসিস প্রি-স্কুলের ‘লার্ন উইথ ফান’ নামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শনিবার (২১ অক্টোবর)| ছায়ানট সাংস্কৃতিক ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি সহশিক্ষা পরিবেশন করে। ৩ থেকে ৮ বছর বয়সী শিশুরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোসা. ওয়াহিদা আক্তার বলেন, ‘জেনেসিস প্রি-স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাপমুক্ত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন- ভেজিটেবল উৎসব, ফল উৎসব, স্টোরি টেলিং ডে, গণিত উৎসব, স্পেলিং উৎসব, বিজ্ঞান মেলা, বৈশাখ ও বসন্ত উৎসব, নৈতিক শিক্ষাদান প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছে। গত ১০ বছরে স্কুলটিঅভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছে।’

সমাপনী বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ড. মোল্লা আজফারুল হক বলেন, ‘শিশুদের পড়াশোনা শুরুটা যত আনন্দদায়ক হবে ততই শিশুদের চিন্তা ও মনন বিকশিত হবে।’ তিনি আরও বলেন, ‘স্কুলটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন এক ঝাঁক তরুণ কর্মকর্তা। যারা রাজধানীর অসংখ্য স্কুলের ভিড়ে জেনেসিস প্রি-স্কুলকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আনন্দদায়ক পাঠদান ও চাপমুক্ত পড়াশোনা নিশ্চিতকরণসহ নানা পরামর্শ দিচ্ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা চমৎকার ও শিক্ষণীয় এই অনুষ্ঠান আয়েজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ করেন।

সারাবাংলা/পিটিএম

জেনেসিস প্রি-স্কুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর