Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক-জোবায়দাকে সাজা দেওয়া বিচারককে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৩:১১

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেওয়া বিচারককে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানকে এই হুমকি দেওয়া হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সংশ্লিষ্ট আদালতের নাজির শাহ মো. মামুন চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছন। তিনি বলেন, গত ১৭ অক্টোবর ডাকাযোগে এই চিঠি মহানগর দায়রা জজ আদালতে পৌছায়। এ বিষয়ে ওইদিন রাজধানীর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মামুন।

বিজ্ঞাপন

চিঠিটা যিনি পাঠিয়েছেন তার ঠিকানা দেওয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র দুই টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।’

অপর চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভন্ড বিচারক মো. আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবায়দা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।’

জানা গেছে, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আছাদুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

আত্মহত্যার হুমকি তারেক-জোবায়দা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর