Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের ২৫তম অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৭:৫৭

ঢাকা: একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) বৈঠকে অংশ নেন। এছাড়াও বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ (এমপি), আমির হোসেন আমু (এমপি), শেখ ফজলুল করিম সেলিম (এমপি), রাশেদ খান মেনন (এমপি), হাসানুল হক ইনু (এমপি), ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু (এমপি), আনিসুল হক (এমপি), আনিসুল ইসলাম মাহমুদ (এমপি) ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (এমপি) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। আগামী ২ নভেম্বর এ অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭২২টি প্রশ্নসহ মোট ৭৪৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২০টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া গেছে ২টি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১২টি, পাসের অপেক্ষায় ৫টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৫টি।

বিজ্ঞাপন

বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

অধিবেশন জাতীয় সংসদ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর