Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌর বিদ্যুতের আওতায় জিপিএইচ’র ২ কারখানা

শিক্ষানবীশ প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৩ ১৯:১৪

চট্টগ্রাম ব্যুরো: টেকসই ও সবুজ বাংলাদেশ নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে দুটি বড় কারখানাকে সৌর বিদ্যুতের আওতায় এনেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। মুন্সীগঞ্জ ও চট্টগ্রামে দু’টি কারখানার একটির প্রাঙ্গণে এবং আরেকটির ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ অক্টোবর) জিপিএইচ ইস্পাত লিমিটেড চট্টগ্রামের কারখানায় ৩ দশমিক ৯ মেগাওয়াট এবং মুন্সীগঞ্জে তাদের ইকো সিরামিকস কারখানায় ২ দশমিক ১৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে।

বিজ্ঞাপন

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির অর্থায়নে স্থাপন করা এ প্রকল্পে রুফটপ সোলার পিভি সিস্টেম ২০ বছরে ১৩২ দশমিক ৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। ফলে জাতীয় গ্রিড থেকে ৮৯ হাজার টন কার্বন ডাই অক্সাইড সাশ্রয় হবে।

চট্টগ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু অনুষ্ঠানে জিপিএইচের নির্বাহী পরিচালক (অর্থ ও ব্যবসা উন্নয়ন) কামরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা টি মোহন বাবু, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং জিপিএইচ রিনিউএবল এনার্জি লিমিটেডের প্রকল্প পরিচালক মসিউর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ওইউ/পিটিএম

সোলার সৌর বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর