ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
২৩ অক্টোবর ২০২৩ ১৮:৩০
ঢাকা: ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে না সরানো পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না। তবে কখন ট্রেন চালু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার আফছার উদ্দিন।
সোমবার সন্ধ্যায় তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সুত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
সারাবাংলা/ইউজে/একে